
আজকে তিনি ব্যস্ত যে খুব
কদিন ছিলেন খুব দিয়ে ডুব
ডাকলে বলেন কাজে আছি
যেন আমি একটা মাছি
ব্যস্ত তিনি ব্যস্ত অতি
আমি কাজে হারাই গতি
দূরআলাপন বন্ধ রেখে
‘সময় নাই’য়ের মলম মেখে
লিখতে থাকেন দিন নিশিথে
ভাসতে থাকি দূর অতীতে
পাঁজর কোণে ঘাপটি আমি
না জানার ভান করেন তিনি
ঝড় সাগরে নৌকা বেয়ে
স্বপ্নজলে নিত্য নেয়ে
দুইয়ে মিলে সাগর সেচে
জীবন তুলে দেই যে যেচে
মুগ্ধতাতে হাত বাড়ালে
মুখ ঘুরিয়ে দু চোখ খোলে
হাসি আমি যেন নবীন
কষ্ট লুকাই বুকের গহীন
সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে
তারে নিয়েই বুকের মাঝে
তার পাঁজরের গোপন জানি
তার বুকেও কাঁপন আমি
কবিতার শিরোনাম দেখলে বোঝা যায় আপনি একটু স্বতন্ত্র চিন্তার ধারক!
দারুণ বললেন তো! কিন্তু কথা হলো, সকলেই তো আসলে স্বতন্ত্র। কেউ কারও মতো নয়। তাই না?