
হাহাকার ধ্বনি বাজে
বুকের কোণের খাঁজে
রাত্রি নিশিথে সন্ধ্যা সকালে সাঁঝে
ইতিউতি মন তোমারই অবয়ব খোঁজে
নও তুমি নিরাকার
তবুও তোমায় পাই না ছুঁতে
কাছে ডেকে ডেকে মাদকতা নিতে
আপ্রাণে চাও সরাবার
গন্ধে তোমার ফুসফুস অস্থির
গায়ের জোরে নিজেরে রাখি ধীর
শোনে কি কথা আদেশ যুক্তি তবু
তোমায় ঘঁষটে এই আমিটা দাঁড়াতে তবু অধীর
কখন যেনো শ্বাস কষ্ট শুরু হয় !!!
প্লিজ অক্সিজেন সিলিন্ডার কাছেই রাইখেন ।
সুন্দর পরামর্শ। অক্সিজেন সিলিন্ডারদের কাছেই রাখতে হবে।