
হলেই না হয় এই জীবনের
‘জীবনেরই ধ্রুবতারা’
ভাবছো বুঝি তাই আমারে
করে তোমার জীবন সারা?
তাই বুঝি তাই করবে খালি
যখন তখন হেলাফেলা?
ক্যান ভুলে যাও ‘ধ্রুবতারা’
আকাশটা যে একলা আমার
যে আকাশে জ্বলছো তুমি
তুমিসহ তাও আমার
আমায় কভু ভুলতে দেখ,
এই আমিটা শুধুই তোমার?
আকাশ আমার করে দখল
এখন দূরে ঘাপটি তুমি
বাড়া ভাতে ছাই কি দিছি
যখন খেতে বসছো তুমি
মনের কোণে আয়না চেয়ে
দেখছ কেমন বসে আমি?
থাকছো আমায় ঠিকই মগন
থাকছো তুমি একলা যখন
আমায় হেলা আমায় ফেলা
তোমার খেলা তোমার ধূলা?
কিন্তু জেনো এই আমিটাই
ঠিক তোমারই জীবন সুরা।