
ইচ্ছা আমার ইচ্ছা শোনে
কিংবা আমি ইচ্ছাদের
বুকে আমার জাপটে থুবা
ইচ্ছা বলে এই কি ঢের!
ইচ্ছা তোমার শোনে না তো
তোমার বারণ শাসন
তারা আমায় জাপটাতে চায়
তাই কি তাদের পেষণ!
এই যে এরম করো
সুন্দর তুমি এমন ভীষণ
আমার কি দোষ বলো
বললে আবার মারো
ঠোঁটরা তোমার তিয়াষ জাগায়
খটখটা হয় বুক
টলটলা চোখ চাইলে অবশ
বুক তোমার ধুকপুক
ইচ্ছারা তো আমায় শোনে
তুমিও শোনো ইচ্ছাদের
ইচ্ছা বলে জাপটে থাকি
ইচ্ছা তোমার ইচ্ছাদের