
মেয়েটা তুমি লাল টুকটুক স্বপ্ন বেচো না
গরিব আমি ওই স্বপ্ন কিনতে পারব না
লোকটা আমি ভালোবাসা এ আমারে নাও
বিনিময়ে স্বপ্ন তোমার এই আমারেই দাও
মেয়েটা তুমি আমায় ছেড়ে কোথাও যেও না
যাও যদি তো মরব আমি বেঁচে থাকব না
খুঁজতে তোমায় এই জীবনের কত্তখানি নেই
বাকি জীবন থাকব সেঁটে আসবে কাছে যেই
মেয়েটা তুমি উদাস চোখে দেয়াল দেখ চেয়ে
দেয়ালেতে আঁকতে আমায় মনটা যায় ধেয়ে
আমার পাশে তোমায় এঁকে বকাবকি বলো
আসো কাছে দেখ কেমন বাসি তোমায় ভালো
মেয়েটা তুমি আর কারোরে স্বপ্ন বেচো না
ওই স্বপ্নর মালিক আমি কেন বোঝ না
স্বপ্নগুলা আমায় দিয়ে বুকে জড়ায় ধরো
বিনিময়ে আমায় দেব নিয়েই জীবন গড়ো