
হায়া মানে শরম যদি
শরম কোথায় পাই
লোকটা আমি শরম ছাড়া
আগে জানি নাই
হ্যাংলা হয়ে তোমার কাছে
রুটিন ধরে আসি
আমি তোমার অন্তরের গান
তুমি আমার বাঁশি
আসো কাছে বাজাই বাঁশি
তুমি আমার সুর
কন্ঠে তোমার গান যে আমি
দারুণ সুমধুর
তুমি আমার এই জীবনের
দারুণ দামি আহরণ
তোমার বুকের গোপন কোণে
বাস যে আমি শিহরণ
ধনীর দেশের ধনী তুমি
মন খারাপে থাকো
আমার গরিব খুশি দেবো
কিচ্ছু ভেবো নাকো
ভাবো আমায় বাসো আমায়
একলা আপন মনে
আমায় নিয়ে বাস যে করো
সৈকতে আর বনে
আসতে আমার বুকে তুমি
খুব করো আনচান
বুকটা পেতে তোমায় ডাকি
আসো দেব প্রাণ
জন্যে তোমার একটা জীবন
ভরা আমি প্রাণ
শুষে নিয়ো সব জীবনের
নিঙড়ানো সুখ জান
তোমার ঠোঁটে আমার ছবি
সারা জীবন আঁকবো
মেঝেয় তোমার জাজিম হয়ে
আঁকড়ে জীবন কাটবো
আমার সকল কাব্য তুমি
আমি তোমার গদ্য
আসো কাছে জীবন কাটাই
যেন জীবন মদ্য