
দেখতে তোমায় অস্থিরতায়
মুখে চেয়ে খুব ধীরতায়
মুগ্ধ মনে ছন্দ বুনি
তুমি আমার কাব্যখনি
শুনতে তোমায় কান যে পাগল
চাও যে তুমি আঁটতে শেকল
বুকে তোমার রাজ্য কথা
বলতে গেলে বলো ব্যথা
জানো আমি খুব তো স্বাধীন
চাই না তুমি হও পরাধীন
বস্তি ঘরে থাকি আমি
রিকশা চালাই যাত্রী তুমি
আমার ঘরের চাঁদ তুমি হও
তোমার ঝড়ে আমায় ভাসাও
সে ঝড় যদি থামতে না চায়
তাতে বলো কার আসে যায়
গরিব আমি ধনী তুমি
তুমি আমার পান্না চুনি
তুমি আমার দিনের আসর
তুমিই আমার রাত অবসর
প্রবঞ্চনার গানে যে গাও
আঢ্য নাকি তুমি তো নও
আমার দেশে রাণী তুমি
গরীব মজুর প্রজা আমি
তোমার তুমি কই সঁপেছ?
জানো আমার পথ ধরেছ
পুড়বে যদি এসো তুমি
দারুণ সুখে পোড়াই আমি
বুকে তোমার কালো কি মেঘ?
ভিজতে আমার ভীষণ যে বেগ
জানো কান্না সুখেরও হয়?
এসো, কান্নাও কাঁদতে যে হয়।