
ঠোঁট উল্টে খুব যে বলো
দিচ্ছো বুঝি জ্বালা
চাওনা যখন দিতেই জ্বালা
দাও গো গলায় মালা
তোমার জ্বালা পেতে দেখ
ভাঙি লোহার কড়াই
দূরে যদি যাও তবে তো
জেনো আমি মরাই
মাছটা যদি মেরে আনি
দেবে বুঝি মুড়ো
আমার কাছে আসো যদি
দেবো তোমায় কুঁড়ো
মেঘ গুড়গুড় কুঁড়োর চালে
ঝমঝমিয়ে বৃষ্টি
তুমি আমার বর্ষা মেয়ে গো
চেটে খাবো মিষ্টি
জানি এসব স্বপ্ন ডেকে
খলবলিয়ে হাসছো
কিন্তু আমি তোমায় ডুবে
সে খবর কি রাখছ?
একটা জীবন কেটে গেল
তোমায় খুঁজে পেতে
বাকি জীবন থাকব জেনো
তোমায় নিয়ে মেতে